তারুণ্যের কবি কে এম সুলাইমান এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা “জীবন ”

846
তারুণ্যের কবি কে এম সুলাইমান এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা “জীবন ”

জীবন

               কে এম সুলাইমান

জীবন সেতো সূর্যের মত নয়
যে সকালে উদয় হবে আর সন্ধ্যায় অস্ত যাবে,
জিবন তো হবার চাই সূর্যের আলোর মত
যে সারা পৃথিবীকে আলোকিত করবে

জীবন সেতো সকালের কুয়াশা নয়
যা প্রকৃতি থেকে সরে যাবে,
জীবন তো হবার চাই অন্যায় দেখেস সরে না এসে
প্রতিবাদী কণ্ঠে রুখে দাঁড়াবে।

জীবন সেতো কোন নদীর তীর নয়
যে কখন ঢেউ এসে ভেঙে যাবে
জীবন সেতো হবার চাই সাগরের ঢেউয়ের মতো
যা সারাজীবন প্রবাহমান থাকবে মানুষের কল্যাণে

জীবন সেতো কোন বর্ষার বৃষ্টি নয়
যা একটু পর আবার থেমে যাবে,
জীবন তো হবার চাই বর্ষার বজ্রপাতের মত
যা পৃথিবীকে কাঁপিয়ে তুলবে অন্যায়ের বিরুদ্ধে।

জীবন তো কোন বর্ষার ঝড় নয়
যা কখন জানি থেমে যাবে,
জিবন তো হবার চাই কালবৈশাখী ঝড়ের মত
যা গ্রীস্মের প্রকট তীব্র কে শীতল করে দেবে।

জীবন তো কোন বাগানের ফুল নয়
যে কখন জানি আবার ঝরে পড়ে যাবে,
জিবন তো হবার চাই ফুলের সুবাসের মত
যাকে ভালবেসে সকলে কাছে নেবে।

জীবন তো কোন সাধারণ বৃক্ষ নয়
যা আবার খুব সহজে ভেঙে পড়বে,
জীবন তো বটবৃক্ষের মতো হওয়া চাই
যা তীব্র প্রকটে মানুষকে ছায়া দেবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here