“দস্যি মেয়ে “
হামিদা পারভিন শম্পা
দস্যি মেয়ের গল্প শোন
মিষ্টি তার হাসি,
চঞ্চলা হরিণীর চোখে দেখতো
স্বপ্ন রাশি রাশি।
চঞ্চল কন্যার মিষ্টি কথায়
মুগ্ধ সর্বজনা,
প্রেমের কোকিল ছুটে আসতো
করে কত বাহানা।
দস্যি মেয়ের মুখটি মিষ্টি
মনটি ছিল পাথর,
স্বপ্ন কুমার আসবে একদিন
জড়িয়ে ভালবাসার চাদর।