ঘুমহীন রাত
শারমিন সিদ্দিকী
ঘুমহীন রাত আর স্বপ্নহীন মন
ঘন আঁধার আমায় আচ্ছন্ন করে,
তুমি কবে ফিরবে কবে আসবে
আবার আমার ঘরে।
তোমাকে নিয়েই সাজাতে স্বপ্ন
বেলা যে আমার যায়,
সাজাবো তোমায় কেমনে আমি
শুধু ভাবি নিরালায়।
ঘরে থেকে ভাবি শুধু আমি
তুমি আছো কতো দূরে,
করব তোমায় আলিংগন আবার
আমি সযতনে নিবিড়ে।
ভেবে ভেবে স্বপ্নগুলো আমার
ছুটে চলে আকাশ পানে,
এই বুঝি এলে তুমি প্রিয়
আমি তাকাই গগণে।
চেয়ে দেখি সেথা আছে
অজস্র তারার মেলা,
আমাকে ছেড়ে তুমি কি তবে
তারাদের সাথে করো খেলা?
দেখো সত্যিই তবে নেব আড়ি
আর পাবেনা আমায়,
আংটি বদল কখন হবে
থাকো যদি শুধু ঘুমায় ?
তুমি শুধু আর একবার বলো
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি,
দেখবে আবার খুশি মোদের
ঝড়বে রাশি রাশি।।