অপেক্ষা
হামিদা আনজুমান
অপেক্ষায় কেটে যায় অলস প্রহর
সুনসান নিরবতায় ঘুমে দশদিক
কবে যে ফিরবে দিন ব্যস্ত শহর
দুচোখে আকাশ নীল হাসবে ঠিক!
সুনসান নিরবতায় ঘুমে দশদিক
ভয় শুধু করে তাড়া আজ অনুক্ষণ
দুচোখে আকাশ নীল হাসবে ঠিক!
মনের পিঞ্জরে কাঁদে গোপনে মন।
ভয় শুধু করে তাড়া আজ অনুক্ষণ
জীবিকার তাগিদে ভাঙ্গে স্বপ্নজাল
মনের পিঞ্জরে কাঁদে গোপনে মন
ছিন্নমুল জনেরাই ভাসে চিরকাল।
জীবিকার তাগিদে ভাঙ্গে স্বপ্নজাল
সম্মুখ সমরে লড়ে যারা বীর
ছিন্নমুল জনেরাই ভাসে চিরকাল
হে খোদা রেখো উঁচু তাদেরই শির।
সম্মুখ সমরে লড়ে যারা বীর
দুহাত তুলে বলি হে দয়াময়
হে খোদা রেখো উঁচু তাদেরই শির
জীবন বাঁচাও কর করোনা রে ক্ষয়।
দুহাত তুলে বলি হে দয়াময়
কবে যে ফিরবে দিন ব্যস্ত শহর
জীবন বাঁচাও কর করোনা রে ক্ষয়
অপেক্ষায় কেটে যায় অলস প্রহর।
অত্যন্ত ভাল লাগা একটি দৈনিক ওয়েব পত্রিকা।শুভকামনা রইল।