আগুন রঙা সুখ
বিকাশ চন্দ
কোন স্মরণীর পথ ধরে কেমন বাঁচে অরণী—
ইচ্ছে আতস কাঁচের ভেতর,
দাঁড়িয়ে আগুন বরণী।
অনেক উঁচু সীমানা হীন জীবন জুড়ে হৃদ্যতা—
খোলা শরীর উষ্ণ কথা,
স্বর্গ জানে বদ্ধতা।
রাত জোনাকির নাচন দেখে স্পর্শ সুখের চুম্বনে—
শোকাহত ফুলের গন্ধে—
চলছি সহ মরণে।
নোঙ্গর তুলেছি ভরা জোয়ারে নৌকো জানে,
জলের ঢেউ নাচায় শরীর—
জীবন জোয়ার উজানে।
শঙ্খ চিলের কান্না ভেজায় ডানার নোনা জলে,
রাতের ভিতর শীত বাসনা—-
দৃষ্টি ঢাকেনি কাজলে।
চেনা সবুজ লতা গুল্ম সাজছে বকুল মুকুলে,
প্রসন্নতা চোখে মুখে
জোয়ার টানে দিশ খুলে।
আগুন রঙা ছাই পোড়া সুখ ঝুপড়ি চাতর দু’কুলে।