বাহন
নির্মাল্য ঘোষ
ওখানে একটা কোমলতা আছে…
গভীরতা না থাকলেও…
সব হারানোর নেশা আছে..
নিঃস্ব হলেও..
ওখানেই সব শেষ হয়ে যেত…
একটা অশরীরী নারী মন
নাড়িয়ে দিয়েছিল অস্তিত্ব হীনকে…
অসীমকে সীমাবদ্ধ করার উৎসব চারপাশে…
আমি পাশ কাটিয়ে হেঁটে চলি
তখন ভুল ছিল…
হয়ত এখনো বহন করি…
বাহন হবার এত সুখ
আগে জানতাম না…