ঝুল বারান্দা
চিত্ত রঞ্জন সরকার
ঘরে যখন ভাল্লাগে না কিছু
চঞ্চল ,উদাসী হয় মন
বৌ ছাড়ে না পিছু
বারান্দাতে দাড়ায় কিছুক্ষণ ।
দুজন দুকাপ চা নিয়ে হাতে
খোস গল্পে ভুলে যায় ঝগড়া হয়েছিল প্রাতে।
লোহার খাঁচায় ঘেরা ,তবুও বলবো সেরা
ভালবেসে ফেলেছি এই ঝুল বারান্দার ডেরা।
দখিন দিকে পুকুর,বারান্দায় শান্ত শীতল হাওয়া
ঘাটে কুট-কাচালি উপরী সেটা পাওয়া।
এখানেই বসে দেখি রাস্তায় সবার আনাগোনা
বারান্দাতেই হয়তো দুচার লাইনের জাল বোনা।
খবরের কাগজ হাতে পড়ি আর কত?
গল্পই বলি অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে যত।
বকম বকম যায়নি যদিও পাক ধরেছে চুলে
পঁচিশ বছর কবেই পার,সেটাই গেছি ভুলে।