“বেহিসেবী” কবিতাটি লিখেছেন ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর

488
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ-কর-Kobita-কবিতা-বেহিসেবী
কবি বিশ্বজিৎ কর

বেহিসেবী

বিশ্বজিৎ কর

এখন আর হিসাব করি –
মেলাতে পারি না, বিধাতার গরমিল!
সময় খরচ করি, বেহিসেবী!
অতীতের তিক্ততাকে চাবুক মারি,
আর্তনাদ করে ওঠে –
অভিজ্ঞতার ঠিকানা পাই!
সেই ঠিকানায় মানুষ খুঁজি, মাঝেমাঝেই পাগলের মতো গেয়ে উঠি-“মিলন হবে কতদিন..”
হৃদয়-খাঁচায় বন্দী পাখিটা গানের সুরে ইতিউতি চায়, ঝরাপাতার মর্মরধ্বনি বিষাদের রুপ নেয়!
আকাশের দিকে চেয়ে থাকি –
প্রিয়ার মিষ্টি হাসি সব ভুলিয়ে দেয়,
কি যেন বলে, বুঝতে পারি না!
তাই কোন হিসাব করি না,
জীবনখাতায় কালির আঁচড় পড়ে না!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here