“চিত্রকথা”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি ওপার বাংলার কবি সপ্তশ্রী কর্মকার ।

560
“চিত্রকথা”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি ওপার বাংলার কবি সপ্তশ্রী কর্মকার ।

চিত্রকথা

 সপ্তশ্রী কর্মকার

অভিনয়ে বিস্তৃত সকাল থেকে রাত পর্যন্ত,
খামতি নেই দাঁত চেপে ব্যথা ধরা বিস্তৃত।

নারী আমি কার্নিশে বুক বংশ বিস্তারে,
শিক্ষার আলো দিতে ছাত্রের ইথারে।

আমার অবসন্ন হাতে শাকান্নের স্বাদ,
পুরুষ হয় আমার আলিঙ্গনে বরবাদ।

সময়ের চোরাবালিতে চালকের ভূমিকায় অটলা শক্তি আকাশ অভিযানে ঝলকায়,
নিশিতে আমি শায়িত পালঙ্কে যাপনে
বুকে নিয়ে আশ্লষে আমার আপনে।

বীণারঞ্জিত শিল্পী হয়ে আমি আড্ডা মহলে,
স্টিল লাইফ ইমেজের ম্যানিকুইন চিত্র মহলে।

পরিচালকের স্ক্রিপ্টে পুরস্কার বিজয়ী সেরা অভিনেত্রী,
চার দেওয়ালের কাজ শেষে ইউজিং টিস্যু পেপার-ধাত্রী।

অনুশাসন মেনে যখন ক্লান্তহীন মনের দুয়ার মেলা
মনে হয় জীবন তো নয়, এ যেন সপ্তপদী-পুতুল খেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here