ডাক কি ফেরানো যায়
অনিকেত মহাপাত্র
তারারা তাকে ডেকেছিল
তাদের সঙ্গে তারা হতে,
কত দিন আর দূর থেকে
দেখবে আর দেখবে!
বিরহ সহ্য হলো না,
সমুদ্রের নিরন্তর প্রত্যয় জ্ঞাপন
থাকো, আমার সঙ্গ…
দূরের ডাক মুছে দাও
আমার সঙ্গ করো, আমায় সঙ্গী…
লুব্ধক আঁকে মনের খাদের ছবি
চাঁদের উল্টো পিঠ,
তোমার কলঙ্ক তো প্রিয়
কলঙ্ক গায়ে মেখে নাও
ভীরু, কাপুরুষ, পলায়নবাদী
অলঙ্কার করে নাও
তুমি এসো
তোমার জায়গা তুমি চিনে নাও!