অনিবন্ধিত প্রেম
আয়েশা মুন্নি
আমি ভুলে যেতে চেয়েছিলাম
সেই অপ্রাপ্ত প্রেমের প্রণয় উপাখ্যান,
অঙ্কুরেই যার ইতিকথা।
সেই কোন একদিন …
সহস্রাধিক সময় অতীতে
হাত ছুঁয়ে বলেছিলে, ভালোবাসি।
ভালোবাসা কি তখনো আমি বুঝিইনি।
বছরের পর বছর, তোমার আবেদন দেখেছি
আমাকে পাবার তীব্র আকাঙ্ক্ষায়…
তারপর…
খোঁজহীন অনেকটা সময়
কালের গহ্বরে হারিয়েছে …
এখন তোমার পরিতৃপ্ত সংসার।
আধুনিকতার সোপান পথে
আবার হঠাৎ খুঁজে পেলে আমায়।
বাইরে থেকে বুঝা না গেলেও
তোমার ভেতরে চলছিল ঝড়ের তান্ডব,
খুব বুঝতে পেরেছিলাম আমি।
মাঝে গড়িয়েছে কিছু দিন
অবশেষে একটু সুযোগে চাইলে
একান্ত সময়…
তিন যুগের অতীত হয়েছে যে সময়
মেঘাক্রান্ত দৃষ্টি প্রসারিত করেও,
আমার মুখে না উচ্চারিত হলো না।
যদিও ভেবে ছিলাম
আমাদের আর দেখা হবে না।
অতঃপর, হাতেহাত রেখে কাটানো কিছু সময়, জোড়াতালির অনিবন্ধিত প্রেম,
ইতিহাস হয়ে পড়ে রবে মনের গহীনে,
অনন্ত পথের যাত্রায়।