মন কি যে চায়
পপি ইসলাম
মাঝে মাঝে মন চায় সাধগুলিকে হাজার কুঁচি করে
উন্মাতাল কোনও সাগরের ঢেউয়ের মাঝে ছেড়ে দিই।
ইচ্ছে করে হৃদয়ের যে জমিতে সাধ জন্ম নেয়
সেইখানে বিষ ছড়িয়ে রাখি
যেন নতুন করে আর কোনও সাধ জন্মাতে না পারে।
জীবনের অঙ্ক মিলাতে পারছিনা কিছুতেই
এই এক জীবনে কতখানি চেয়েছি আর
তার কতখানি পেয়েছি
এই হিসেব করতে গেলেই
বার বার গরমিল হয়ে যায়।
চাওয়া পাওয়ার মাঝে দোটানায় পড়ে আছি আমি
বুঝতে পারি না এ জগতে কোনটি সবচেয়ে দামি
ভালবাসা নাকি প্রত্যাখ্যান?
আলিঙ্গন নাকি বিসর্জন?
উত্তর খুঁজে পাইনা কোথাও।