একান্ত বেদনা
রেবেকা রহমান
বাবা —
আমার জীবনে এক অবাকিত নির্জন!
প্রকান্ড হাহাকার
সুসময়ের আত্মবিশ্বাস
দুঃসময়ের সাহস
বাবারা দাঁড়িয়ে থাকে বোধহয় একটা মাঠের দিগন্তে
ঘোড়ার হ্রেসা হয়ে!
যা আমাদের সামনে এগিয়ে দেয়
আমরা চলতে শিখে যাই
বাবা
আমার অন্ধকারের মশাল!
সময় সংকেত
পারাবার তলিয়ে যাবার আগে
ঘড়ির মত ঢংঢং করে বেজে ওঠে
মেহগনি খাটে জোৎস্নার চাদর হয়
আমার একান্ত বেদনার অন্য নাম
বাবা, বাবা…..
বড় অসময়ে চলে যাবার জন্য ”
সন্তানের স্বপ্নে সারাক্ষণ ভেসে বেড়াচ্ছো
বাবা ——-