জীবন এখানে
এম টি, সাবিহা
এখানে বসন্ত হলো
ফ্যাক্টরির কালিমাখা শীর্ণ যন্ত্রাংশের মতো
মলিন,ধূসর।
স্বপ্নেরা সব
পরিত্যাক্ত শহরের ভগ্ন দালানের মতো অবসাদগ্রস্ত;
এখানে চড়ুই টুনটুনির কিচিরমিচির নেই,
সূৃর্যমুখির রেণুরা আর সঙ্গম বোঝে না,
বালিকাদের ছুটোছুটি লুটোপুটি উচ্ছলতা
থেমে গেছে বহুকাল ।
এখানে মানুষ আজ
অভিশপ্ত নগরীর বাসিন্দা
অসাড়, নিষ্প্রাণ।
এখানে তামাদি দেয়ালের আস্তরের মতো
খসে খসে পড়েছে জীবন।