ভালোবাসার ফেরিওয়ালা
জুলি লাহিড়ী
ভালোবাসার এক স্বপ্নের ফেরিওয়ালা
কাঁধে ঝুলি লম্বা দাড়ি আপন ভোলা।
দুটি চোখে গভীর দৃষ্টি, যেন চেনা কেউ
ভালোবাসার হাঁক দেয় হৃদয়ে জাগে ঢেউ।
ছুটে যাই অন্ধকারে কিনতে ভালোবাসা
রূপ-রং জানিনা তার, জানিনা কী ভাষা
বুড়োর কাছে বাড়িয়ে দিলাম আমার দুই হাত
নেই কোন ভেদাভেদ, জানি না জাতপাত।
হাতে দিল কাচের এক ছোট্ট স্বচ্ছ বল
বিশ্বাস এবং ভরসা তাতে করছে টলমল।
ফিসফিসিয়ে বলে বুড়ো যত্ন রেখো তুলে
ভালোবাসা থাকবে তবেই, যেওনা মোটে ভুলে।
কাঁধে ঝুলি লম্বা দাড়ি, এক আপন ভোলা
অন্ধকারে মিলিয়ে গেল ভালোবাসার ফেরিওয়ালা।