কষ্টে আছি এখন
লকিতুল্লাহ মাহমুদ চিশতী
আমরা গরীব কষ্টে আছি
যাকাত কেহ পাইনা,
আল্লাহ বিনে হাত পাতিয়া
পরের কাছে চাইনা।
ধর্ম সঠিক পালন করি
আরাম আয়েশ ভুলে,
শখের বশে সুখ যদি চাই
পাপের খায়েশ ঝুলে।
আল্লাহ তুমি গজব দিলা
দুষ্ট লোকের কারন,
সেই গজবে কাঁপছি মোরা
সামনে দেখি মরন।
আল্লাহ্ মোদের রক্ষা করো
বাঁচতে সবাই চাই,
তোমার দয়া বিনে আল্লাহ্
বাঁচার উপায় নাই।
আজ কে মোরা নিরব কাঁদি
ঘরেতে নাই খাবার,
মন ভাল নেই দুখের ফাঁদে
লক্ষ কোটি বেকার।
দিন যেয়েগো রাত আসে রে
কেবল ভুখা থাকি,
কাজ জুটেনা ভাত জুটেনা
মরতে শুধু বাকি।
উপোসী পেট ভরছি গিয়ে
খাইছি কুকুর পাশে,
ধনীর ফেলা খাবার খেয়ে
মোদের জীবন বাঁচে।
আমরা কি আর মানুষ ভাই
সর্দি ঝরা নাক ?
পেট ভরে খাই ভাত ছাড়াই
সিদ্ধ করা শাক ।