ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর এর কবিতা “জীবন যে রকম”

683
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ-কর-Kobita-কবিতা-জীবন যে রকম
কবি বিশ্বজিৎ কর

জীবন যে রকম

বিশ্বজিৎ কর

 

স্মৃতি আমার সম্পদ –
আমি আঁকড়ে ধরে থাকি,
ক্ষতবিক্ষত হলেও!
ছেলেবেলার স্মৃতি আনন্দের মাঝেও কষ্ট দেয়,
অভাবের দিনগুলো যন্ত্রণার ছবি আঁকে,
সুখের সকাল খুঁজে নেওয়ার যুদ্ধে মায়ের পরিকল্পনা, এক হৃদয় প্রেরণা!
বাবার নীরব লড়াই সূত্র বলে দেয় এগিয়ে চলার, আসলে অভাবের তাড়নাই যে পথপ্রদর্শক!
বাবা-মায়ের চলে যাওয়ার দর্শনে জীবনের অর্থ আজও হাতছানি দেয়!
আমি এখন সেই জীবনকে বুকে নিয়ে,
মৃত্যুকে শাসন করি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here