উপহার
কেয়া সরকার গুহ রায়।
তোমায় একটা আকাশ দেব ভেবেছিলাম।
একটা ধ্রুব তারা ও।
আর একপাত্র সুখ।উদারপ্রবণ,
দিকশূন্য নিস্তারিণীর মতো নিশ্চুপ।
পলাশের কাছে চেয়ে নেব আগুন রঙ,
তেমনি কথা ছিল।চৈত্রের সন্ধ্যায় তোমার বুকে আকাশ বাতি জ্বালব বলে।
পথ ছড়ানো রক্তলাল কৃষ্ণচূড়া,
শিমুল জাতিষ্মরের বায়না নিয়ে তুচ্ছ করছে মৃত্যুর অভিশাপ।
প্রথম শাড়ি, প্রথম লুকোচুরি,
সেই কবে গোলাপ ধোঁয়া গোলাপি শাড়ির জলরঙ লুকিয়ে রেখেছিলাম তরঙ্গের ভাঁজে।
প্রথম প্রেমের অবুঝ ভাষা নিদারুণ যত্নে তোলা আছে বিবর্ণ হয়ে যাওয়া দুধ সাদা কবিতার খাতায়।
দোল তো প্রতিবার আসে,
ফাগুন বুকে নিয়ে ফিরে যায় আগামীর আগামীতে।
যদি কখনো দেখা হয়,
কথা হয় মুখোমুখি বসে তবে মাছরাঙা ডানায় ধার নেওয়া আসমানী রঙ উপহার দেব তোমাকে।