শ্রদ্ধা,ভালোবাসা,বেদনায় বঙ্গবন্ধুকে স্মরণে কলমযোদ্ধা–বাহারউদ্দিন আহম্মেদ শ্রাবণ লিখেছেন কবিতা“একটা কবিতা উৎসর্গ করা হবে”

700
কলমযোদ্ধা–বাহারউদ্দিন আহম্মেদ শ্রাবণ লিখেছেন কবিতা“একটা কবিতা উৎসর্গ করা হবে”

“একটা কবিতা উৎসর্গ করা হবে”

                             —বাহারউদ্দিন আহম্মেদ শ্রাবণ

একটা কবিতা উৎসর্গ করা হবে,
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবকে নিয়ে।

একটা কবিতা উৎসর্গ করা হবে,
অ মীমাংসার টানাপোড়ার আশঙ্কা নিয়ে
যিনি বাংলার মানুষের কথা ভাবতে গিয়ে
জীবন যৌবন বিকিয়ে দিয়েছে এই বাংলার তরে
দেশকে পরাধীনতা থেকে মুক্ত করবে বলে।

একটা কবিতা উৎসর্গ করা হবে,
বাংলার ইতিহাসে যে মানুষটি না হলে বাংলাদেশ স্বাধীন হওয়ার স্বপ্নটা বিফলে যেতো,
ঐ হায়নারা লুটেপুটে খেয়ে নিতো এই দেশটাকে।

একটা কবিতা উৎসর্গ করা হবে,
যার জন্যে হাজারো মানুষ নেমে এসেছিল রাজ পথে,
এই বাংলাকে উদ্ধার করবে বলে।

একটা কবিতা উৎসর্গ করা হবে,
৭ ই মার্চের ভাষণ দেওয়া সেই সাহসী মানুষটিকে নিয়ে।

একটা কবিতা উৎসর্গ করা হবে,
যে মানুষটার ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম জানবে বলে।

একটা কবিতা উৎসর্গ করা হবে,
শত বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবকে
যিনি দিয়েছে আমাদের একটা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে সবাই মিলে বাঁচবো বলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here