সর্বনাশা বন্যা
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~
সর্বনাশা বন্যায় ভাসছে
শহর গ্রাম আর দেশ
এরই মধ্যে বাঁচামরা
দূর্ভোগের নেই শেষ।
শেষ ঠিকানা বসত টুকু
গেলো সবার ভেসে
রিলিফ ক্যাম্পে আশ্রয় জুটে
সবার অবশেষে।
খুঁটি ধরে ভেসে বেড়ায়
খড় কুটোরই মত
সর্বহারা সবার বুকে
হাহাকারের ক্ষত।
চিরচেনা বসত বাড়ি
ধূ ধূ শুধু করছে
গৃহ পালিত পশুগুলি
কষ্ট পেয়ে মরছে।
চারিপাশে শিশু গুলোর
পরছে কান্নার রোল
কেউ বলেনা সাহায্যের হাত
সবাই একটু খোল।
ভাগ্যদেবীর হাতে যে আজ
সবাই দেখি বন্দি
সব হারিয়ে বন্যার সাথে
করছে সবাই সন্ধি।