অভিমান ভুলে এসো
জেসমিন জাহান
অভিমানী যুবক,
অভিমান ছুড়ে ফেলে চলে এসো
হাত দু’টি ধরো ওই হাতে
চোখের গভীরে রাখো দুই চোখ
দৃষ্টি-সাগরে ডুবে দ্যাখো
যে যত্নে লুকায় ঝিনুকের ডালা
ভালবাসার মুক্তো-কণা
তেমন মায়ায় লুকানো এই বুকে
স্বচ্ছ-শুভ্র একমুঠো প্রেম।
ছুঁয়ে দ্যাখো, কী কোমল জমিন!
লকলকে স্বর্ণলতার মতো
জড়ায় সে আপন মায়ায় মহিরুহ
তুমি হবে বয়েসি বটবৃক্ষ?
মায়াময় ছায়া দিয়ে জড়াবে হৃদয়
নাকি হবে বর্ষার কদম্বগাছ?
বৃষ্টির ধারা জলে করবে আহবান
গাঢ় আঁধার এলে নেমে।
জ্বলজ্বলে সন্ধ্যাতারা দেখা দিলে
অভিমানী ডালা খুলে
একে একে বিলিয়ে সব অভিমান
নিয়ে যেয়ো সুখ মুঠি মুঠি
জ্যোস্না ঠিকরে পড়ে ছড়ায় আলো
লুকোচুরি প্রেম খেলে
গভীর মায়ায় জড়িয়ে নামে রাত
এসো রাখো হাতে হাত
সাগরের বিশালতা দিয়ে টেনে
স্রোতস্বিনী নদীর অতল।
স্বচ্ছ নদীর জলে আলতো ছোঁয়া
হয়তোবা থমকে যাবে
প্রবাহিত জীবনের ভাঙনের স্রোত
অপলক ওই চোখে
চেয়ে রবে নিস্পাপ এই দু’টি চোখ।