অভিশপ্ত জীবন
সালমা খাতুন
মানুষরূপী কিছু সংখ্যক মুখুশ ধারী নরপিশাচ
সমাজকে ক্রমান্বয়ে করে তুলছে শুধু হতাশ।
প্রাণ খুলে শিশু নারী নিতে পারেনা নিঃশ্বাস
কোথায়,কখন অজান্তে হয় যে কার সর্বনাশ।
পৃথিবীতে জন্মে নারী হয়েছে কি অসহায়
শিশু থেকে বৃদ্ধ, প্রতিবন্ধী কেউ পায়না রেহাই।
নারী পুরুষের পবিত্র এই প্রাণের বন্দন
পশুর মতো হয়ে তুমি করছ যে লুন্ঠন।
নারী জাতি বাকরুদ্ধ প্রাণে বোবা চিৎকার
হে পিশাচ পুরুষ তোমায় আর কত দিব ধিক্কার।
তোমায় জন্মে মা হলো আজ কলঙ্কিনী
মাকে তুমি করেছ দো-জাহানের ভিখারিনী।
কেমন গর্ভে জন্ম তোমার তুমি হয়েছ পিশাচ
তোমার জন্মে ছিলনা হয়তো ভালবাসার নির্যাস।
চোখ খুলে দেখ চেয়ে কত সুন্দর আকাশ
কেন হরন করেছ তুমি নারীর প্রাপ্য নির্মল বাতাস।
লেখক পরিচিতি :- প্রভাষক সালমা খাতুন , সমাজকর্ম বিভাগ ,রায়পুরা সরকারি কলেজ
রায়পুরা, নরসিংদী