তোমারই অপেক্ষায় ছিলাম
জেসমিন জাহান
মধ্যাহ্ণের তীব্র তাপদাহে হঠাৎ বইলো
হিমশীতল অনুভূতির প্রবল শিহরণ
প্রতিধ্বনি তুলে প্রতিটি শব্দ কর্ণকুহর
গুঞ্জরিত হলো; আর সব কিছু নিথর
ওই চোখ আমাতেই নিবদ্ধ অপলক
অজান্তে ছলাৎ করে ওঠে বুকের নদী
অপূর্ণতার পাহাড় যেনো দুলে উঠলো।
জানলাম নতুন করে পূর্ণিমার কুহক
মায়াজাল বিছায় রাতের চাঁদ
দ্যুতিময় করেছিলে আঁধারীয়া রাত
বেঁধেছিলো অমোঘ মায়ার ফাঁদ
ফেরাতে পারিনি ওই প্রচণ্ড আহবান
দৃষ্টির সাগর-জলে মিশে গেলাম
প্রচণ্ড স্রোতোস্বিনীর জলধারায়।
আলো আঁধারির খুনসুটি পেরিয়ে তাই
দু’হাতে জড়ালাম জোছনার মায়া
আবছায়ে মিশে গেলো কখন অজান্তে
দ্বিধার দেয়াল ভেঙে সকরুণ কায়া
এতোটা নির্ঘুম রাত পেরিয়ে বুঝলাম
এই আমি ছিলাম তোমারই অপেক্ষায়।