বর্ষামন
ছন্দা দাশ।
বর্ষা জলে নামলো ঢল
ছলাৎ পানি ছলাৎ ছল।
বুকের মধ্যে আগুন বাস
ছাড়ছে যেন দীর্ঘশ্বাস।
বদ্ধঘরের একলা মন
ডাকছে দূরে অনুক্ষণ।
পদ্মপুকুর শীতল জল
করছে কেমন টলোমল।
আজকে বিহান উদাস দিন
মনের মধ্যে বাজছে বীণ।
বর্ষা দিনে প্রিয়ার মুখ
জাগায় প্রাণে গোপন সুখ।
কোন প্রিয় তার প্রেমিক মন
জানায় দূরে কোন সে জন?
কাব্য কথার এমনি দিন
কবির লেখায় হয় রঙীন।