“মানুষের ভেদাভেদ ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা- শেখ শফিক

508
“মানুষের ভেদাভেদ ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা- শেখ শফিক

মানুষের ভেদাভেদ

        — শেখ শফিক

দেখেছি একদিন প্রাতে,
মুসলমান আর মুচির ছেলে
খেলিছে আনন্দের সাথে।
এমন সময় এলেন তাহার বাবা,
মুচির ছেলের কান মলে দিয়ে
পিঠে দিলেন এক থাবা।
তিনি, তখনও হননি শান্ত,
‘চামারের ছেলে দূর হ’ বলে
কিছুটা দিয়েছেন ক্ষান্ত।
আমিও যে ছোট ছেলে,
হাত ধরে তাকে রেখে দিয়ে আসি
চামার পাড়ার কোলে।
আম্র কাননে বসে ভাবি,
মানুষে মানুষে ভেদাভেদ কেন?
একদিন দূর হবে সবই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here