নারী তুমি শীতল পরশ
নীলিমা শামীম
নারী তুমি সমস্ত বিশ্বময়ের শান্তির শীতল আচঁল
তুমি কঠিন স্তবকে সামনে নরম স্বচ্ছ জল
নারী তুমি পুরুষের ঘায়েল করা আতর্নাদের শোভন অহংকার
তুমি হঠাৎ বিপ্লবী অস্ত্রের লড়াইয়ে পুরুষের অঙিকার।।
নারী তুমি অশান্তির স্ট্রীমরোলকে কর গলিত বরফ
উত্তপ্ত বালুকাময়ের ধ্বংস কে কর নির্ভাবনায় হরফ।
তুমি তোমার তুলনাহীনা বারিধারার মত আদর্শ
দুর্ব্যবহার সত্যি তুমি হয়ে উঠ নরম মাটির মত স্পর্শ।
নারী তুমি মধ্যরাতে ধ্বংসের নতুন এক আকাশ
তুমি আবার তার হ্নদয়ের শীতল বাতাস
নারী তোমার অনুপস্থিতি এক পৃথিবী আকাশ বাতাস হাহাকার
নারীর তোমার অস্তিত্ব না হলে একটি ভোর হবে না তার তাই মনে শুধুায় বারংবার
তোমার আলিঙ্গন ছাড়া বাঁচার সাধ্য কার
নারী তুমি সমাজ -জাতি, সভ্যতা রক্ষার ডাল- স্বরুপ
তুমি নেশাখোর, বাঈজীখোর,সন্ত্রাসী, ধর্ষণকারীর আর্শীবাদ উপকরনস্বরুপ
নারী তোমার মিষ্টি ভুমিকায় উন্মাদী ফিরে পায় তার প্রকৃত রুপ
তুমি ফুট-পাতের অসহায় স্বামীর আশ্রয়রুপ।
নারী তুমি অনিষ্ট ডেকে আনা পুরুষের এক ঝলক আনন্দ
তুমি আবার ভদ্র যুবকের চিরকোটের ঘুমের নীল পিল ও ড্রাগ- নেশার বিরক্ত নিরানন্দ
নারী তুমি কারো তিরস্কার, কারো ঘৃণা কারো উপেক্ষায় বোঝা
সকাল বেলা তার ভাবনায় তুমি ছাড়া বুঝে না কিছু সোজা
নারী কালকের ভালমন্দ না বুঝে তুমি একটুখানি অবয়বে।
ঘৃণা ছুঁড়ে আবেগের বাহু ড়োরে জড়ানো সমস্ত উপকরন।