খোকার শিকার
নাসরিন আক্তার
খোকা যাবে শিকার করতে
দূর গাঁয়ের বনে,
লাল জুতো লাল জামা
দিলেন বাবা কিনে।
কি মারবে? কি মারবে?
এতটুকুন ছেলে,
ব্যাঙ মারবে, ছুঁচো মারবে
সামনে ধরে দিলে।
২
মাছের বিয়ে
কৈ মাছের বিয়ে হবে
রুই মাছের সাথে,
পুঁটি করে ঘটকালি
আষাঢ় মাসের রাতে।
মাগুর মাছে দৌড়ে গিয়ে
দাওয়াত দিয়ে আসে,
শিং মাছ দাওয়াত পেয়ে
খিল খিলিয়ে হাসে।
মলা আসে ঢেলার সাথে
সঙ্গে ফেনির হাঁড়ি,
বোয়াল মাছে কিনে দিল
আলতা চুড়ি শাড়ি।
বরই গাছে চড়ুই পাখি
বরই গাছে চড়ুই পাখি
ঘরের চালে কাক,
আমের ডালে দুপুর বেলা
ঘুঘু পাখির ডাক।
মা গিয়েছে পুকুর ঘাটে
উঠান ভরা ধান,
খুকুর হাতে তেলের শিশি
ভেঙে খান খান।
তেল খেয়েছে তেলাপোকা
ধান খেয়েছে কাকে,
খুকুসোনার কান্না দেখে
বৃষ্টি নামে জেঁকে।