আমি, তুমি আর সে
রেবা হাবিব
_________________________
ভেবেছিলাম আর কিছু লিখবনা
কিন্তু ক্রমশ তোমাকে নিয়ে লিখে যাচ্ছে হাত!!
তোমার জীবনে পোড় খাওয়া একটা গল্প ছিল
সেই গল্পতে তুমি আমি আর ছিল সে।
ত্রিভুজ প্রেমের এই গল্পতে
বিচ্ছেদের ব্যবধানে তুমি আমি একই অবস্থানে পড়ে আছি
শুধু সে চলে গেছে।
গল্পটা পরিণত হল একটা দীর্ঘ উপন্যাসে।
তোমার সমস্ত স্বপ্নগুলো যেন ঝুলছে ওই সিমেন্ট খসে পড়া মলিন দেয়ালে।
তুমি কি জান ??
নির্ঘুম একটি মেয়ের বুকের গোপন ব্যাথাটা রাত হলেই টনটন করে উঠে!!
হারিয়ে যাচ্ছে সে অজানা দূর দেশে চলে যাওয়া বানভাসিদের মত!!
বিস্ময়ে তুমি তাকিয়ে দেখছ দেয়ালে নিজের ছায়াটাকে।
তোমার বিছানাটা যেন কাঁটাবনের বাসা!
ঘরের মেঝেটা বিষমাখা বিছার বসবাস।
কোথায় থাকবে তুমি ??
জান কি ??
অনেক বেশি একাকীত্বের গভীরতা পেয়ে বসবে তোমাকে
ক্লান্তিরা সহজে পিছু ছাড়বেনা
যে বিষাক্ত সাপ নিয়ে খেলেছো
কোনদিন তার মরণ ছোবল খাবেনা তা কি করে হয় বলো?
নিজেকে প্রশ্ন করো বার বার
কোনদিন কি কারো কাছে বেঁচে থাকার আশ্বাস তুমি পেয়েছ??
ভালোবাসার আশ্রয় কেউ কি দিয়েছে??
অজস্র কষ্টটাকে আঁকড়ে ধরে পড়ে আছো যেন বিষাদের অভয়ারণ্যে।
জানোত??
প্রেম সতত পোড়ায় অঙ্গ!!