কি চমৎকার এ সংসার
মোঃ আশরাফুল ইসলাম (নয়ন)
ধন্য পুরুষ ধন্য এই জাতি।
যুক্ত হয়েছে বলে তাদের সঙ্গে নারী।
অগুছলো পুরুষ হয়েছে সংসারী।
গড়েছে সংসার করেছে তৈরী ঘর বাড়ি।
পুরুষ এনেছে পরিবার, পুরুষ পরিবারের শক্তি।
পরিবার সংসার পুরুষ জাতি।
এ সংসারে অগুছলো সবি।
গুছিয়েছে ঘর পরিবার সংসার জাতি এ ভূবনের নারী।
হয়েছে তারা সুখোময়, সুখে ভরেছে এই ধরণী।
ফুটিয়েছে পুরুষ এ জগতের হাসি।
রেখেছে আগলে সবি এ জগতের নারী।
হতো না সুখোময় কোনোদিন এই পৃথিবী।
খোদা যদি সৃষ্টি না করতো নর আর নারী।
আনন্দ হাসি আর কান্নায় ভরেছে এ ধরণী।
সৃষ্টিকর্তার কি সুন্দর অপরুপ সৃষ্টি।
এ ভূবনে পুরুষ আর নারী করে সে তৈরী।
বানিয়ে দিয়েছে খোদা একে অপরের জীবন সঙ্গী।
পুরুষ আর নারী দিয়েই মুখরিত করেছে এই পৃথিবী।
তারি মাঝে আবার দিয়েছে নিবিড় ভাবে তিনি।
দুঃখ কষ্ট বেদনা কতোয় না জীবন হাসি খুশি।
চমৎকার করে এর মূলে দিয়েছে খোদা নর আর নারী।