আমার বাবা
ছন্দা দাশ
সেই যে বাবা যুদ্ধে গেল
আর এলোনা ফিরে
স্বপ্ন আমার মিলায় যেন
কেবল ধীরে ধীরে।
আসবে বাবা বলেছিল
সূর্যটাকে নিয়ে
সূর্য ঠিকই আসলো শুধু
বাবাকে না নিয়ে।
বাবা ছাড়া একলা ঘরে
মন যে কেমন করে
সবার বাবা আছে শুধু
আমার বাবাই মরে।
রাত পোহালে ভাবি বাবা
আসবে বীরের বেশে
কোলে নিয়ে বলবে খোকা
আমরা স্বাধীন দেশে।
দিন ফুরালে সন্ধ্যাকাশে
আঁধার যখন আসে
ভূবন জুড়ে আমায় ঘিরে
বাবার গন্ধ ভাসে।