রমজানে বৈশাখ
শারমিন আ-ছেমা সিদ্দিকী
দখিনা হাওয়ায় মাতাল করে
বৈশাখ এলো ঘরে ঘরে,
রমজানকে সঙ্গে করে
রহমতেরই বার্তা নিয়ে।
লকডাউনে বদ্ধ ঘরে
এবাদতে মশগুল হয়ে,
করো তোমার আত্মার শুদ্ধি সৃষ্টিকর্তার বাড়াও সন্তুষ্টি।
দুই দিনের এই দিন দুনিয়ায়
কে বা থাকে কে বা যায়,
পরপারের ডাক আসলে
যেতে হয় সবই ফেলে।
সৃষ্টিকর্তার লীলা খেলা
কখনো কেন বুঝিনা আমরা?
রং তামাশা যতোই করো
প্রভুর নামে আগে পড়ো।
আত্মার শুদ্ধি বড় শুদ্ধি
যদি পারো তুমি করতে
দেখবে চোখে জান্নাতের বাগান হাসবে তুমি মৃত্যুতে।।