সমাজ সভ্যতার কবি-আলমগীর হোসেন খান এর অনুভূতির কবিতা“কল্যানে সুখের নহর ”

267
সমাজ সভ্যতার কবি-আলমগীর হোসেন খান এর অনুভূতির কবিতা“কল্যানে সুখের নহর ”

কল্যানে সুখের নহর

           আলমগীর হোসেন খান

 মানুষ হয়ে মানুষের জন্য
করো কল্যানের কাজ,
তাতে সুখের নহর আছে
নাই কোনো লাজ।
তোমার আছে যা কিছু
সামান্য অন্যকে দাও,
তাতে বাড়বে মমতার প্রীতি
তাই পরার্থে বিলাও।
শান্তির জন্য গড়েছো যতো
বড় শক্ত ইমারত,
আসলে তা একদিন হবে
শুধু দেখার আলামত।
ছুটে গেছো সোনার হরিন
ধরতে না পারো,
ব্যর্থ শিকারী তুমি সংসারে
নিরাশার পথ ধরো।
দ্যাখ মজলুম ঘুরে একা
কেউ নেই পাশে,
তবুও তার মুখে প্রশান্তি
দুঃখের মধ্যেও হাসে।

স্বর্বস্বত্বঃ আলমগীর হোসেন খান
১৬ এপ্রিল,২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here