সমকালীন সৃজনশীল কবি-ড.হোসনেয়ারা বেগম এর কবিতা“দিশেহারা ধরা”

527
ড.হোসনেয়ারা বেগম এর কবিতা“দিশেহারা ধরা ”

দিশেহারা ধরা

 ড.হোসনেয়ারা বেগম

নিরন্তর প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে
মৃৎ মর্ত্যে স্বর্গসম বসত রচে
মহা সুখে মানুষ বাস করছে।
তবুও মানুষ কীসের অন্বেষণে
প্রকৃতির সঙ্গে সংগতিহীন কর্মে
সারা দিন মেতে আছে?
নির্বোধের মতো পরিবেশ বিপন্ন করছে
কলকারখানায় কালো ধোঁয়া তুলছে
নদীতে নোংরা আবর্জনা ফলেছে
বন্য পশু পাখি অবাধে শিকার করছে
কেন এভাবে হুমকির মুখে জীবন ঠেলছে?
পৃথিবী কী এখন শংকতি দিশেহারা?
সে কী এখন বিপন্ন মানব সন্তান দ্বারা?
সে কী চায় না মানুষ আর প্রকৃতি
বাস করুক মিলে মিশে পাশাপাশি?
সে কী তবে বলতে চায় সোজাসুজি
এমন নির্বোধ মানুষের চাই না উপস্থিতি!
তাই বুঝি দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস
প্রতিনিয়ত হানছে আঘাত পৃথিবীরপর।
মানুষকে দমাতে মৃত্যুর দেশে পাঠাতে
তাই বুঝি করোনা এলো রাক্ষস হয়ে
মহামারী রূপে মানুষে উদর পুরতে।
শুনছি এর চেয়েও ভয়ঙ্কর কিছূ আসছে
পৃথীবিতে, মানুষকে দমন করতে|
মহাকাশ থেকে আসছে ধুমকেতু
শশার, উল্কাপিণ্ড,স্টরয়েড আবার
করোনা এলো দ্বিতীয় ঢেউ তুলে
আরও শক্তিশালী ভাইরাস নিয়ে।
পৃথিবী কী চায় মানুষকে দূরে ঠেলে
শুধু প্রকৃতি নিয়ে সুখে থাকতে?
দিশেহারা ধরা কী বিরূপ মানুষেকে নিয়ে?
সৃষ্টির আদিতে সে কী চায় ফিরে যেতে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here