অব্যক্ত যন্ত্রণা
রাণু সরকার
————
দীর্ঘ পথ অতিক্রম করে তোমার কাছে যাওয়া-
মানে অব্যক্ত যন্ত্রণারা অসুস্থ,
যদি তুমি বলো তবেই সুস্থ করবো,
কলঙ্কিত করবো না।
তোমার বুকের পাথর সরিয়ে ঝর্ণায় স্নান করবো,
কলঙ্কিত করবো না।
অসুস্থ যন্ত্রণাগুলোর শুশ্রূষা প্রয়োজন,
যন্ত্রণাগুলো খুঁড়ে খুঁড়ে ক্ষত করেছে-
সুস্থ করে তুলবো-
তবে মুখের দিকে না তাকিয়ে,
ওদেরকে অন্ধকারে রাখবো না।
স্বর্ণোজ্জ্বল মুখ
কচি দূর্বা ঘাসের ক্ষেত
কোন রাখাল খোঁজ পায়নি-
তোমার থুতনিতে জ্যোৎস্না আছে-
স্পর্শ করবো অন্ধকারে রেখে-
কলঙ্কিত করবো না।