জলের ফোঁটায় কষ্ট কেন ঝরে
জেসমিন জাহান
বৃষ্টি এলে মনটা কেমন করে
আকাশ কেন মুখটা ঢেকে মেঘে
গুমরে ওঠে কান্না বুকে ধরে
জলের ফোঁটায় কষ্ট কেন ঝরে
কোন সুদূরের স্মৃতি ভাসে চোখে
কার পিয়াসে মন হুতাশে মরে!
হঠাৎ যখন চোখের কোণে দেখি
ডাক দিয়ে যায় অচেনা এক সুর
আবছা আলোয় যায় দিয়ে কে উঁকি
মন গহিনে লুকিয়ে ছিলো সে কী
পেয়ে খোলা মনের আগলখানি
আধো ছায়ায় দিচ্ছে উঁকিঝুঁকি!
উপচে পরে জলের ধারা উঠোন
মন আঙ্গিনায় দেখবে বলে তারে
জলের আরশি বাতাস করে বুনন
অবুঝ বাঁকে সেজে বর্ষা কানন
পা ধুয়ে দেয় সবুজ শ্যামল ভূঁইয়ে
ছুঁয়ে দিতে আসবে বুঝি তখন!
বাতায়নে রাখবোনা চোখ মেলে
খোলা হাওয়া মাখবো চোখের পরে
হাত বাড়িয়ে সেই তো তুমি এলে
যাক না ধুয়ে কষ্টেরা সব ঝরে।