ভারত থেকে সৃজনশীল কবি ও লেখক-সোনালি মণ্ডল আইচের কবিতা“ফোড়ন”

355
সোনালি মণ্ডল আইচের কবিতা“ফোড়ন”

ফোড়ন
সোনালি মণ্ডল আইচ

ঈশ্বরী ও পতিতার পার্থক্য
অতশ কাচের তলায় আগুন হয়ে জ্বলে।
জ্ঞানীগুনীর রমরমা আধিক্য
ওরা আগডুম-বাগডুম শক্ত কথা বলে।
ওসবে ভয় পেওনা যেন
দিগশূন্য পাড়ে ওরা খুলে ফেলে কৌপিন।
প্রশ্ন প্রায়চিত্ত করে কেন?
অথচ রাতময় মত্ত মাংসাশী অব্যয়ে সৌখিন।

(কলকাতা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here