মা হচ্ছেন একজন পূর্ণাঙ্গ নারী !“আমার মা” জীবন বোধের কবিতা লিখেছেন কবি হামিদা পারভিন শম্পা ।

421
“আমার মা”
কবি হামিদা পারভিন শম্পা

”আমার মা”

               হামিদা পারভিন শম্পা

~~~~~~~~~~~~~~
আমার মায়ের আদর
শাসনে মাখামাখি,
সারাক্ষণ চায় যে মা
চোখেচোখে রাখি।
পান থেকে চুন খসলে
আমার রক্ষা নাই,
আমার জীবনের সব কিছু
মায়ের পরিপাটি চাই।
মাঝে মাঝেই মায়ের উপর
বড্ডো হই অভিমানী,
সব ভুলে যাই কন্ঠ মায়ের
শুনি আমি যখনি।
আমার শত রাগ অভিমান
সয়ে যান মা নিরবধি,
মা’কে আমার সুস্থ্য সবল
রেখো তুমি বিধি।
বাবার স্নেহ ভালবাসাও
মায়ের কাছে পাই,
মা এর কোলে মাথা রেখে
সকল কষ্ট জুড়াই।
আমার মায়ের স্নেহের আঁচল
আজীবন বিধি চাই,
আমার মায়ের বিকল্প এই
ধরাতে কিচ্ছু নাই।
সর্বাবস্থায় মা’কে বিধি
রেখো তুমি ভালো,
আমার মা আমাদের অন্ধকার
জীবনের একমাত্র আলো।।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here