তোমাকে বলেছিলাম,সূর্যটা ধরো তুমি হাত বাড়ালে-কিন্তু ধরতে পারলে না।কবি-লাকী ফ্লোরেন্স কোড়াইয়া’র সূক্ষ্ম অনুভূতির কবিতা“হৃদয় ছুঁতে না পারার যন্ত্রণা”

366

হৃদয় ছুঁতে না পারার যন্ত্রণা!
লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

হঠাৎ হাঁটা থামিয়ে বলেছিলাম-
দেখ,চাঁদটা মেঘে ঢাকা
তুমিও বললে – তাই তো!
কি আশ্চর্য!

সময় তখন সবেমাত্র-
সকাল ১০ টা বেজে ২০ মিনিট!
এই বেলাতে আকাশে চাঁদ?
ভুলটা কার সে হিসেব পরে-
আজ সকালটা এমনই ছিল-
আকাশ ভর্তি মেঘের যত্রতত্র বিচরণে
সূর্যটা তেজ দেখানোর বদলে
শান্ত শিশুর মত আকাশের বুক লেপ্টে
আধো আধো আলো ছড়ানোর
বৃথা চেষ্টা করছিল।
তোমাকে বলেছিলাম,সূর্যটা ধরো,
তুমি হাত বাড়ালে-
কিন্তু ধরতে পারলে না।
যাকে দেখা যায় তাকে ইচ্ছে করলেই
ছুঁ’তে পারা যায় না!
কোনো দিন না-
সে কাল,একাল কিংবা
পরকালেও না।
কত কাছাকাছি থাকি,
চলি পাশাপাশি –
অথচ কারো হৃদয় ছুঁতে পারিনা।
কী নিদারুণ – ভয়ংকর সত্য!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here