ভারত থেকে সমকালীন সৃজনশীল কবি-সপ্তশ্রী কর্মকারের কবিতা“নীহারস্ফোট”

483
সপ্তশ্রী কর্মকারের কবিতা “নীহারস্ফোট ”

নীহারস্ফোট

সপ্তশ্রী কর্মকার

ধূসর রাতের জোছনা মুছে হঠাৎ বিভৎস ধোঁয়া,
যেন কক্ষচ্যুত তারা খসে পড়ে ঝলসে গেছে।
নববিন্দু বৃত্তের পরিসরে নীহারস্ফোট দাঁড়িয়ে,
জাতির উর্বর কঙ্কর ভূমিকে ঠান্ডা করছে।
চটচটে ঘামে সূর্য লবনের স্ফুটনাঙ্ক উপড়ে দিচ্ছে,
আর গরমের তীব্রতা লাফিয়ে বড় সেলসিয়াসে।
সংশপ্তক গরমের বিকিকিনি সালাম দিতে,
ঠোঁটের কোলাজে শরবত অবিরত চুমু খাচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here