ধানমন্ডি লেকের আর্তনাদ
———————————-
ড. হাসিনা ইসলাম সীমা
দেখেছি সেদিন
উদাত্ত বাংলার রক্তাক্ত বুক
পনেরো আগস্টের দুর্বিষহ শোক
একে একে সতেরোটি লাশের স্তুপ।
দেখেছি সেদিন
অধমাধমদের চরম দ্বন্দ্বের গর্জন
অমানিশায় অস্ফূট ঊষার ক্রন্দন
বুলেটের বিধ্বংসী আওয়াজের শ্লোগান।
দেখেছি সেদিন
সজ্জনকে হতে দুর্জন
আপনজনকে হতে পরজন
ভালোবাসার কঠিন ছন্দপতন।
দেখেছি সেদিন
মানচিত্রে স্থপতির ব্যবচ্ছেদের নারকীয়তা
স্বপ্ন দু:স্বপ্নের মেরুকরণে হারিয়েছে জাতীয়তা
কুচক্রী দস্যুদের হোলি খেলার দু:সহ আততায়িতা।
দেখেছি সেদিন
বুলেটবিদ্ধ নিথর দেহে বাংলার রবি
মধুমতি পাড়ের সেই বালকের অসহায় ছবি
নির্বিগ্নে- নি:শব্দে প্রস্থান রাজনৈতিক মহাকবি।
কেবল………
কালাগ্নিতে থমকে যাইনি আমি
কাল থেকে কালান্তর সাক্ষী হয়ে জেগে রইলাম
দেখবো বলে সহস্র পাণ্ডুলিপিপূর্ণ নৈসর্গিক ভূমি।