ভারত থেকে বিশিষ্ট লেখক, চিত্রপরিচালক ও শিল্পী নীলাঞ্জন ভৌমিকের কবিতা“পড়শীদের ভীড়ে একা ”

273
নীলাঞ্জন ভৌমিকের কবিতা“পড়শীদের ভীড়ে একা ”

পড়শীদের ভীড়ে একা
নীলাঞ্জন ভৌমিক

কাহিনী বলতে থাকুন,
খোঁজ চলতে থাকুক।
এত আঁধার কেন ঘরের ভিতর?
কেন এত অন্ধকার?
কে কতকাল রইল বুকে নিজের হয়ে
ডাকল না কেউ একটিবার?
যাওয়া আসা লেগে ছিল এতকাল
আপনার আমার বাড়িতে সুখেদুখে
কথায় কথারই আঘাত শাণিত নখে
রক্তের ছিটেয় ভরা মুখবইয়ের দেয়াল।
বন্ধু সেজে একই পানসি থেকে
তাল বুঝে আপনি আমায় ঠেলে
দেবেন ডুবজলে, আমি আপনাকে।
কেমন হবে ভেসে ভেসে উজান বেয়ে গেলে?
খেলায় খেলায় সন্ধ্যে হবে যখন
পাতকুয়োয় খসে পড়বে উৎসুক তারার রাশি
খোঁজ নেবে শেষমেশ কি হলো সেই ডিঙিটার
আপনি আমি তখন চমকে দেব শাণিত ফ্রেম বন্দী হাসি।
আসল কথাটি হয়নি বলা এখনও
যে পথ ধরে যাওয়া, সে পথেই ফেরা তরিঘরি
ছেঁড়েও যদি মাঝপথে, জানি হবে না গাঁথা।
নিজের প্রাণে খুঁজি তাই, খোঁজ টা জরুরী।
..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here