ভারত থেকে সমকালীন সৃজনশীল কবি-মহুয়া ব্যানার্জী’র নির্বাক অন্তরের লিখা কবিতা“উদ্ভাস”

339
মহুয়া ব্যানার্জী’র নির্বাক অন্তরের লিখা কবিতা“উদ্ভাস”

উদ্ভাস
মহুয়া ব্যানার্জী

গভীরতর বোধে ডুবে থাকলে
অনুভবেই বুঝে নেওয়া যায়-

সে গভীর উচ্চারণ ‘ভালোবাসি’;
সব অক্ষরকেই যে শব্দ হতে
হব এমন তো নয়!
কিছু কথা চিরন্তন সত্য, তুমি জান।
নৈঃশব্দ্য মূহুর্তকথা থাক মনের পাতায় স্থির।
পৃথিবী অস্থির হোক, নিন্দুকেরা তুলুক ঝড়।
আমি ততক্ষণ ডুবে যাই সে
অমোঘ বোধের ভেতর-
গচ্ছিত রেখছ যা আমার কাছে নির্ভার বিশ্বাসে,
জানি তুমিও ভরে আছ সেই উচ্চারণে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here