‘’পোস্টমর্টেম”
কমলিকা দত্ত
গতিময়তায় স্থবিরতা আনে রাত…
সন্ধ্যাকালীন প্রস্তুতি শেষে,
স্বপ্নগ্রস্ত ঘুম–
বালিশে জড়ানো উত্তাপ পেতে চায়
আচ্ছন্নতা আরো ঘনীভূত হলে,
জৃম্ভণ সুখ আচমকা চলে যায়…
কি করে ঘুমাই!
রোজ রাতে এক উন্মাদ পেঁচা আসে–
চোখ জুড়ে তার নির্ঘুম আবেদন !
বড় উদগ্র করে,
দৃষ্টিনিহিত সূদুর প্রসারী সাঁকো…
তাতে, নৈঃশব্দ্য মন্থিত এক প্রগাঢ় উচ্চারণ
নিস্তব্ধতা ভাঙে…
সেদিনের মত, রাত বিলুপ্ত হয়…
প্রমত্ত এক পেঁচা!
বছরের পর বছর জাগছে স্বপ্ন দেখার ভয়
স্বপ্নেই নাকি নিঃশেষ তার ঘুম!
তারই কাছ থেকে শোনা–
স্বপ্নেই নাকি সন্তর্পণে ধারালো অস্ত্রাঘাতে
দুর্ঘটনায় ঘুমের মৃত্যু হয়…