জেসমিন জাহানের কন্যা দিবসে লেখা কবিতা“তার তুলনা নাই”

274
জেসমিন জাহানের কন্যা দিবসে লেখা কবিতা“তার তুলনা নাই”

তার তুলনা নাই
জেসমিন জাহান

কন্যা, তুমি চাঁদেরকণা
দূর! চাঁদ না ছাই
কি যে বলো আমায় তুমি
কোনো ভিত্তি নাই।

কন্যা, তুমি শরৎ আকাশ
শুভ্র কাশের বন
বুঝতে যদি ধন্য হতো
আমার অবুঝ মন।

কন্যা, তোমার রূপের খ্যাতি
এই না ভুবনময়
হাজার নদীর বাঁকে বাঁকে
দারুণ কাব্যময়।

কোন গাঁয়েতে বাড়ি তোমার
বসত কিসের ঠাঁই
শোনো তবে, বলার মতো
আমার কিছুই নাই।

তুমি আমি একই নদীর
দুটি ধারার নাম
তবুও দেখো নিজের বলতে
আমার তো নাই ধাম।

কন্যা, তুমি মায়াবতী
লক্ষ্মী এ সংসারে
নিত্য হারাই বিভবশক্তি
তোমারই হুঙ্কারে।

সভ্যতাকে বিলিয়ে দিয়ে
নিজের উপার্জন
মানুষ নামের যোগ্য হবো

এই তো আমার পণ।

কন্যা, তুমি সত্যি দামী
তুল্য কিছুই নাই
তোমার জন্যে সৃষ্টি জগৎ
স্বর্গ খুঁজে পাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here