ইচ্ছে করে
রুনা লায়লা
ইচ্ছে করে তোমায় নিয়ে দূর আকাশে যেতে
ইচ্ছে করে ঐ আকাশের চাঁদের পাহাড় পেতে,
ইচ্ছে করে ঘন কালো মেঘের ভেলায় চড়তে
ইচ্ছে করে পাখি হয়ে ডানা মেলে উড়তে।
ইচ্ছে করে তেপান্তরের মাঠ পেরিয়ে যাবো
ইচ্ছে করে তোমার প্রেমে হাবুডুবু খাবো,
ইচ্ছে করে সবুজ ঘাসের ডগার উপর বসতে
ইচ্ছে করে জীবনেরই হিসেব নিকেশ কষতে।
ইচ্ছে করে দুর্বিনীত সাহস নিয়ে চলতে
ইচ্ছে করে দুর্নীতির ঐ লাঠির সাথে লড়তে,
ইচ্ছে করে কালো হাতটা ভেঙেচুড়ে দিতেই
ইচ্ছে করে নিয়ম- নীতির বাঁধা পড়ুক ফিতেই।
ইচ্ছে করে নতুন করে আবার গড়ি দেশটা
ইচ্ছে করে গরিব- দুঃখীর সুখের করি চেষ্টা
ইচ্ছে করে তুমি- আমি মিলেমিশে থাকি
ইচ্ছে করে নয়া প্রাণের সাহস ধরে রাখি ।