বদলে দিতে চাই
রেবা হাবিব
……………
প্রতিদিন ম্যাজিক দেখায় বহুরুপী এ শহর
রাতের কাছে তাই রাখিনি আর কোন আক্ষেপ!
বিবেক শুধু খোঁচাচ্ছে আমাকে!!
প্রসঙ্গ বদলাতে চাই।
বদলে দিতে চাই অন্ধকারের সংগীত।
অশান্ত মনের কূল ছুঁয়ে হঠাৎ করে
এলো এক প্লাবন!
প্রতিজ্ঞাবদ্ধ ছিলো এ মন।
কোন সে অপরাধী মনটাকে পুঁড়িয়ে দিলো
মন যে এখন আমার দক্ষ পাঠক!
নিত্যনতুন খুঁজে ফেরে গদ্যে কাহিনী।
সমুদ্রের তীরে রৌদ্র দগ্ধ কাঁদায় অপরিচিত কোন এক
মানুষের বুদ্ধিদীপ্ত হাস্যজ্বল দৃষ্টি ফেলে গেছে
নিশীথের শীতল প্রবেশদ্বারে!!
কে সে??
প্রতিটা দুপুর, বিকেল, সন্ধ্যায়
বাঁশি বাজিয়ে যায় তার আনন্দ ঠোঁটে!!
অথচ, সহনীয় ফাঁদ থেকে বেরিয়ে
মুক্ত স্বাধীনতার চাবিটা হাতে রাখতে চাই।
অনেকটা সময় অপচয় করে ফেলেছি
বাতাসের সাথে, ছাদে, বেলকনিতে, জানালার কাঁচে!!
দরজার ফাঁকে কিছু খোঁজার মতো
সেই চোখ নাই, আঙুল নাই!
শীত শেষের নিস্তেজ বিকেলবেলায়
শুনি কার বাঁশীর সুর!!
পদচিহ্ন রেখে গেছে সে
নয়া জমানার নয়া বসন্তে!!
তবুও জীবন পিছু ছাড়েনা, খুঁজতে থাকে
নিত্যনতুন ফাঁদ থেকে আরেকটা ফাঁদে!!