ভারত থেকে কলমযোদ্ধা-সোনালি মণ্ডল আইচের কবিতা“মুহূর্তের মধ্যে”

195
ভারত থেকে কলমযোদ্ধা-সোনালি মণ্ডল আইচের কবিতা“মুহূর্তের মধ্যে”

মুহূর্তের মধ্যে
সোনালি মণ্ডল আইচ

আকাশ তখন এক্কেবারে নীচে নখ দিয়ে ছাড়িয়ে চলেছি ধানের খোসা
হাঁপিয়ে উঠলেও বুড়ো হনুমান লম্বা লেজ নিয়ে খবরদারি চালায়

ইয়াংসিকিয়াং হোয়াংহো অববাহিকা ছেড়ে চলেছে লোথা উপজাতি
পথে নাচ দেখায় লোকসঙ্গীত গায় জ্বলজ্বল করে প্রাণ

সূর্যের মতো দাহ চোখেমুখে
উদবিড়ালটা জলে যেই ঝাঁপ দিল
খরগোশটা সরসর শব্দে ছুটে পালালো রাতে আর ঘুম এলোনা।

(কলকাতা)

©Sonali Mandal Aich

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here