ব্যবধান
কলমে অপিতা কুন্ডু
ফিরে এসো কয়েকটি অনুষঙ্গে
কিছু দিনের ব্যবধান
অথবা কয়েক যুগ পর়়
দুচোখ ভরে দেখো সেদিন..
পাল্টে যাওয়া পৃথিবীটাকে
সময়ের প্রলেপ পড়েছে
তবু আমি একই আছি….
মিশেছে কিছু বেহিসেবি রঙ
ধুসর বিকেল কিংবা মলিন সন্ধ্যায়
ভৈরবী রাগে সকাল আসে
দিনের হাত ধরে এগিয়ে যাই
কয়েক ধাপ।
তোমার থেকে সরে আসা মুহূর্তে
আমি পৌঁছে যায় মৃত্যুর দিকে
আমাদের বিচ্ছেদ নেই
তবু ভালোবাসি এক আকাশ ব্যবধানে।