বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি-রেবেকা রহমান’র নির্বাক অন্তরের কবিতা “অক্ষরেখা”

161
কবিতা “অক্ষরেখা”

অক্ষরেখা
রেবেকা রহমান

তবে কী তুমি থেমে যাবে?
চাইলে পালাতেও পারো..
এমন শোক আর মৃত্যুর জীবন থেকে!
আমি শুধু থেকে যাবো বৃক্ষের মতো
অদ্ভুত! অদ্ভুত! ভেবে হয়তো এঁকে যাবে কোন পথিক
একসাথে সমস্ত নক্ষত্রগুলো জেগে উঠবার আগে
শহরের সব বাড়িগুলোর ফায়ারপ্লেসের অগুন নিভিয়ে
আমায় কী কেউ জাগাবে সেই অক্ষরেখায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here