ভারত থেকে কলমযোদ্ধা-ড.মানসী দাসের চেতনার কবিতা “স্বাধীনতা”

281
ড. মানসী দাসের চেতনার কবিতা “স্বাধীনতা”

স্বাধীনতা

          ড. মানসী দাস

স্বাধীনতা তুমি
দেয়াল ভেদ করে
বেড়ে ওঠা সবুজ ঘাস |
স্বাধীনতা তুমি
ব্যালকনির রেলিঙের ফাঁকে
এক টুকরো আকাশ |
স্বাধীনতা তুমি
লক্ষ শহীদের রক্তের বিনিময়ে
মাতৃভূমির সম্মান |
স্বাধীনতা তুমি
সহস্র নারীর আঁচলের
স্বাভিমান|
স্বাধীনতা তুমি
শত শত মায়ের অশ্রুজলে
রক্তাক্ত সন্তান |
স্বাধীনতা তুমি
সবুজ পাতায় রক্ত রাঙা
শিমুল পলাশ |
স্বাধীনতা তুমি
শীতল মাটির গর্ভে
জলন্ত বিশ্বাস |
স্বাধীনতা তুমি
খরায় তপ্ত পৃথিবীর বুকে
বৃষ্টির আশ্বাস |
স্বাধীনতা তুমি
ভোর বেলায় শালুক বিলে
শিশির স্নাত শাপলা পাতা |
স্বাধীনতা তুমি
আমার অলিন্দের ভিতরে
রক্তে লেখা কবিতার খাতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here